ভারতীয় শেয়ার সন্মদ্ধীয় যাবতীয় তথ্য ও লাভজনক শেয়ারে প্রতিদিন পরামর্শ
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
যদি কোনও রকম ভাবে শেয়ার সংক্রান্ত কোনও পরামর্শের প্রয়োজন হয় এবং কেউ যদি মাসিক লাভজনক শেয়ার টিপ্স নিতে আগ্রহী হয় , তারা আমার whatsapp নাম্বারে যোগাযোগ করুন ।
আমরা আগে ইন্টেরডে ও ডেলিভারী ট্রেডিং কিভাবে করতে হয় সে বিষয়ে শিখেছিলাম , এই দুই ধরনের ট্রেডিং যে মার্কেটের বিষয় সেটি হল ক্যাস মার্কেট ।এখন ডেরিভেটিভ মার্কেট বিষয় টি জানবো । যেমন ইন্টারডে ট্রেডিং এ,এক দিনের ট্রেড হিসাব হয় , সেরকম ডেরিভেটিভ ট্রেডিং এক মাস হিসাবে হয় । চলতি মাসের লাস্ট বৃহস্পতিবার পর্যন্ত ডেরিভেটিভ ট্রেডিংএর সময়সীমা । এবং এখানে লট হিসাবে ট্রেডিং করতে হয় । ডেরিভেটিভ মার্কেট ট্রেডিংএর ক্ষেত্রেও দুটি ভাগ আছে একটি অপশন ও অপরটি ফিউচার । অপশন ট্রেডিং ও দুটি ------------ ১/ বাড়ার হিসাবে কল ২/পড়ার হিসাবে পুট ফিউচার ডেলিভারী ও ইন্টেরডের মতো বাই ও সেল , ফিউচার ট্রেডিং করতে গেলে অনেক ফান্ড বা টাকার প্রয়োজন হয় ,কিন্তু অপশন ট্রেডিং তুলনামুলকভাবে সবচেয়ে কম টাকা বা ফান্ড দিয়ে শুরু করতে পারবেন , শুধু তাই নয় অপশন ট্রেডিংএ অনেক সময় ১৫ দিনেই টাকা দ্বিগুনের বেশি হয়। তবে ভালমত বিষয়টি রপ্ত করতে না পারলে প্রচুর লস হতে পারে । অপশন ট্রেড একমাসেরই হয় এবং লট ধরে কিনতে হয় , এখানে ব্রকারেজও লট হিসাবে হয় , ১ লটের ব্রকারেজ কোম্পানি অনুযায়ী ২০টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত...
এই পর্বে আমরা ডেরিভেটিভ ট্রেডিং এর অপশন ট্রেডিং সন্মন্ধে আলোচনা করবো । ডেরিভেটিভ ট্রেডিং ব্লগে বেসিক অপশন ট্রেডিং সন্মন্ধে আলোচনা করা হয়েছিল ,সেটা একটু দেখে নেওয়া দরকার । এখানে এডভান্স লেবেলের অপশন টেকনিক্যাল নিয়ে আলোচনা করবো । অপশন ট্রেডিং করার আগে কোনো শেয়ারের ডেরিভেটিভস ইনফরমেশন ভাল ভাবে দেখে নিতে হবে ,সেই সঙ্গে ওই শেয়ারের ক্যাস স্টক ফলো করতে হবে । ক্যাস স্টক হল ক্যাশ মার্কেটের শেয়ার ।ডেরিভেটিভস ইনফরমেশনে দেখতে হবে লট সাইজ কত , দাম কত , ভলিউম কত , সেই সঙ্গে স্টক শেয়ারটির রেজিস্টান্ট ও সাপোর্ট লেভেল , বাড়লে কতটা বাড়বে কমলে কতটা কমবে সেই বিষয়ে সিধান্ত আগে নিতে হবে তারপর ট্রেডিং করতে হবে । একটি শেয়ারের দাম ক্যাস সেগমেন্ট ও অপশন সেগমেন্টে আলাদা হয়, কারন ক্যাশ সেগমেন্টে আপনি ১টা কিনলে (কেনা যায়) ৫০০ টাকা লাগলে , অপশন সেগমেন্ট ১টা শেয়ারের দাম সেক্ষেত্রে ২ টাকা হতে পারে ,তবে এখানে লট ধরে কিনতে হয় সেক্ষেত্রে একটি লটে ১০০০টা শেয়ার থাকতে পারে । আমরা আগে আলোচনা করেছি যে অপশন ট্রেডিং সর্বচ্চ একমাসের হয় ,আপনি যখনই কিনুন না মাসের লাস্ট বৃহস্পতিবার পর্যন্ত আপনার সময় শেষ । তাহলে ...
Comments
Post a Comment