শেয়ার কি ও কিভাবে কেনাবেচা হয় ? Blog 1
শেয়ার কথার অর্থ অংশিদারি , কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান সরাসরি পাবলিকের কাছ থেকে মুলধন সংগ্রহ করার জন্য ঐ কোম্পানির কিছু শেয়ার পাবলিকের কাছে বিক্রি করে । আমরা ঐ কোম্পানির শেয়ারগুলো কিনি । কোম্পানির লভ্যাংশ এই শেয়ারগুলোতে সরাসরি প্রদান করতে থাকে এবং শেয়ারগুলো দাম বাড়তে থাকে । যে দামে কেনা হয় তার থেকে যত দাম বাড়ে সেটা ঐ শেয়ার হোল্ডারদের লাভ হয় ।
কিন্তু একজন ব্যক্তি যদি শেয়ার কিনতে চান তাহলে তাকে কয়েকটি আবশ্যক জানার বিষয় থাকে ,যেমন ফল, সব্জি, মুদিবাজার করার জন্য কিছু নির্দিষ্ট জায়গায় বাজার প্রতিষ্ঠান, সুপার মার্কেট, শপিং মল বা সাধারণ বাজার আছে সেরকম শেয়ার কেনা বেচার জন্য সরকার প্রদত্ত স্টক এক্সচেঞ্জ আছে । শেয়ার কেনাবেচা করতে গেলে স্টক এক্সচেঞ্জে নাম তালিকাভুক্ত করতে হয় । ভারতে দুটো স্টক এক্সচেঞ্জে হল NSE (ন্যাশনল স্টক এক্সচেঞ্জ) ও BSE ( বম্বে স্টক এক্সচেঞ্জ) ।
এই দুটো এক্সচেঞ্জে একই সাথে নাম তালিকাভুক্ত হয়ে যায় । যাতে আপনি শেয়ার বাজারে লেনদেন করতে গিয়ে কোনো জালিয়াতির সমস্যায় না পড়েন তার জন্য ভারত সরকারের SEBI (সিক্যুরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড ওফ ইন্ডিয়া) আপনার সম্পুর্ণ অর্থনৈতিক সুরক্ষা প্রদান করে ।
আপনি কোনও ব্যাংক বা শেয়ার এজেন্টের কাছে গিয়ে ডিম্যাট একাউন্ট চালু করলে এক্সচেঞ্জ বোর্ড ও SEBI র তালিকাভুক্ত হয়ে যাবেন । ডিম্যাট একাউন্ট ছাড়া আপনি কেনাবেচা ( ট্রেন্ডিং) করতে পারবেন না।
SBI, HDFC, AXIS, ICICI,IDBI এই ব্যাংক গুলো বা এন্জেল ব্রোকিং , মতিলাল ওসওয়াল, এডউইলস, IIFL , জিরোদা এই সমস্ত বড় এক্সচেঞ্জ এজেন্ট গুলি থেকে আপনি সহজেই ডিম্যাট একাউন্ট চালু করতে পারেন । আর আপনি সহজেই SBI ,এয়ারটেল , হিন্দুস্থান ইউনিলিভার , LICI , বন্ধন ব্যাংক, ও আরো অনেক কোম্পানির শেয়ার কেনাবেচা করতে পারেন । এখন শেয়ারবাজারে বিনিয়োগ আপনি বাড়িতে বসে করতে পারেন আগের মতো আর নেই এখন মোবাইলে বা কম্পিউটারে অনায়াসে ট্রেন্ডিং করতে পারেন । খুব সহজ ব্যাপার শুধু একটু জানার আগ্রহ থাকলে হবে ,এর জন্য আপনাকে এখানে ওখানে থেকে অনেক টাকা খরচ করে সার্টিফিকেট আনার কোনো প্রয়োজন নেই। আমার ব্যক্তিগত মতামত যে যত টাকা খরচ করে আপনি শেয়ার ট্রেন্ডিং শিখবেন সেই টাকা গুলো ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করলে প্রাকটিক্যালি আপনি সহজেই ট্রেডার হতে পারবেন ।
লেখাটা পড়ে আপনি শেয়ার মার্কেটে যুক্ত হতে পারবেন এই আশা রাখছি। যদি কোনো সমস্যা
বা কিছু জিজ্ঞাসা থাকে তাহলে ফোন করে বলতে পারেন।
ফোন নম্বর 8420411398
এস কয়াল
স্টক এক্সচেঞ্জ এ্যাডভাইস এজেন্ট
উৎসাহ পেলে পুরো সিরিস বানাবো ।
ReplyDelete