বাজার ভাল না খারাপ বোঝার উপায় কি ? Blog 3

শেয়ার বাজার সপ্তাহে ৫ দিন খোলা হয়ে থাকে । সকাল ৯ টা ১৫ থেকে দুপুর ৩ টে ৩০ মিনিট অবধি ,সোমবার থেকে শুক্রবার পর্যন্তু। শনিবার ও রবিবার বন্ধ থাকে ভারতের শেয়ার বাজার ।
বাজার শুরু হওয়ার সাথে সাথে আমরা অনুমান করতে পারি আজ বাজার কেমন যেতে পারে! কিভবে জানা যায় সে বিষয়ে আলোচনা করবো এই পর্বে ।
ভারতীয় শেয়ার বাজারে ইকুইটির দুটি সূচক দিয়ে মার্কেটের লাভ লস নিধারন করা হয়। দুটি সূচক হল NIFTY ও SENSEX  ।
নিফ্‌টি,সেন্সেক্স নিয়ে আলোচনায় যাওয়ার আগে NSE ও BSE নিয়ে কিছুটা আলোচনা করা দরকার । NSE (National stock exchange) আর BSE (Bombay stock exchange)
NSE এর সুচক Nifty আর BSE এর সূচক Sensex ব্যাস এটুকুই।
চলে আসি আসল টেকনিক্যাল পয়েন্টে ।
NIFTY :- NSE বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ৫০টা উল্লেখযোগ্য কোম্পানির শেয়ারের গড় লাভ লসের হিসাবে নিফ্‌টি ওঠা নামা করে । এই ৫০ টি কোম্পানির পারফমেন্স হিসাবে তাঁরা নিফ্‌টি 50 এর মধ্যে আসে এদের ব্লু চিপ শেয়ার বলে । NSE তে টোটাল ১০ লক্ষ র বেশি কোম্পানির শেয়ার আছে , আপনি যেটা খুশি কিনতে পারেন ।
আবার এই নিফ্‌টির মধ্যে সেক্টর ভাগ করা থাকে । যেমন ব্যাঙ্ক নিফ্‌টি , FMCG ,হেলথকেয়ার, ইত্যাদী।
যখন নিফ্‌টি বাড়ে তখন শেয়ারগুলি বাড়ে আর পড়ে যায় তখন শেয়ারগুলি পড়ে । ঠিক একই রকম ভাবে সেনসেক্সও কাজ করে। কিন্তু সেনসেক্স ৩০ টি কোম্পানির গড় হিসাব ।
আপনাকে মার্কেট ফলো করতে হবে , কিছু দিন মার্কেট ফলো করলে আপনার কাছে ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে ।
মার্কেট ফলো করার জন্য এন এস ই এর ওয়েব সাইটে দেখতে পারেন , গুগল করতে পারেন , বা যেকোনো ভাল অ্যাপ ডাউনলোড করতে পারেন ।



Comments

Popular posts from this blog

ডেরিভেটিভ ট্রেডিং

অপশন এডভান্স