ডেলিভারী ট্রেডিং টেকনিক্যাল । blog 5
ইন্টারডে ট্রেডিং যে ভাবে করা হয় ঠিক একই ভাবে ডেলিভারী ট্রেডিং করা হয় ।শুধু ইন্টারডে ট্রেডিং মানে একদিনের মধ্যে কেনা বেচা হবে আর ডেলিভারির ক্ষেত্রে কিনে যত দিন খুশি আপনি রেখে দিতে পারেন ।সাধারণতঃ যারা বিনিয়োগ করার জন্য শেয়ার বাজারে নির্ভর করে তারা মূলত ডেলিভারীতে শেয়ার কিনে রেখে দেন । তাছাড়া অনেক সময় ইন্টারডে ট্রেডিং করতে গিয়ে দেখি ভাল লাভ আসছে না বা একটু মন্থর গতিতে চলছে ঠিকঠাক মুভমেন্ট করতে পারছে না , তখন এক দুই দিন অপেক্ষা করা যেতে পারে । কিন্তু কোনো শেয়ার কেনার আগে ভালো করে শেয়ারটির সন্মন্ধে জেনে নিতে হবে । কোন শেয়ার সন্মন্ধে জানতে গেলে সবচেয়ে ভাল উপায় Google করা , তাছাড়াও যে কোম্পানীর ডিম্যাট ও ট্রেডিং পরিসেবা নেবেন তাঁদেরও বিভিন্ন অ্যাপ আছে যেখান থেকে অনায়াসেই সব কিছু করতে পারবেন ।
ডেলিভারী তে শেয়ার কিনে রাখার প্রবণতা প্রায় সবার থাকে । কেউ ফিউচার প্ল্যান করে কেনে , কেউ ডেলিভারিতে কিনে তার মধ্যে থেকে হাতের শেয়ার নিয়ে ইন্টারডে করে ,কেউ প্রত্যেক বার শেয়ারটা পড়লেই কিনে কিনে সংখ্যায় বেশি করে অনেক লাভ নেয় আবার কেউ অনেক পড়ে গেলে একসঙ্গে কিনে লাভ হওয়ার সাথে সাথে একটু একটু করে বেচে অনেক লাভ করে ।
এমন ভাবে ট্রেডিং করতে হবে যাতে ঝুঁকি না থাকে বা ঝুকিপূর্ণ শেয়ারে ও ঝুঁকি কমিয়ে প্রায় শূন্য করা যাই।
একটু দেরিতে হলেও এই ব্লগিং সাইট থেকে এক্সপার্ট হওয়া যাবে । দেরি কারণ আমি সময় পাই না বললেই চলে ।
Comments
Post a Comment