আভারেজ সিস্টেম । blog 6

যখন এডভান্স লেবেলে ট্রেড করতে যাবেন তখন আভারেজ সিস্টেম ট্রেড থিওরি জানা আবশ্যই প্রয়োজন । এটা খুব সাধারণ ব্যাপার তবুও জানা প্রয়োজন । কারন বেশিরভাগ সময় আভারেজ করে রিক্স ফ্যাক্টর কমানো মার্কেটে আপনাকে লাভের সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে দেয় । ট্রেড করলে আপনি বুঝতে পারবেন ও আপনার কাছে জিনিসটা সহজ হতেই থাকবে । তাই শেয়ার মার্কেট জুয়া এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসে সামান্য  কিছু বিনিয়োগ করে শেয়ার মার্কেট শিখুন । সামান্য কিছু মানে যেটা আপনার লস হলেও কোনও যায় আসে না । এবার আসা যাক মূল বিষয়ে ।

আভারেজ শুধুমাএ তখন করুন যখন আপনার শেয়ার টি লস করছে । কিভাবে করতে হয় একটু বলে দিই । 

শেয়ার কেনার পরে দেখলেন যে শেয়ারটি পড়ে গেছে বেশ কিছুটা , কিন্তু আপনি জানেন যে শেয়ারটা উঠবেই কারন কেনার আগে আপনি ভালভাবে দেখে বুঝে কিনেছেন । অনেক সময় ক্ম্পানি তাঁদের শেয়ারে লেট রিটার্ন দেয়  । তখন সাধারণতঃ শেয়ারটি একটু ফ্ল্যাট থাকে এতে ঘাবড়ানোর কিছু নেই বরং একটু পড়লে আভারেজ করুন । এতে আপনার লাভ অনেক বেশি হবে ।

উদাহরন সরূপ - আপনি টাটা কম্পানীর 10 শেয়ার কিনলেন এবং প্রত্যেক শেয়ারের দাম 100 টাকা , তাহলে আপনার বিনিয়োগ 1000 টাকা।

এবার শেয়ারটা পড়ে গিয়ে 80 টাকা হয়ে গিয়েছে ,তখন আপনি আরো 10 টি শেয়ার কিনে নিলেন , (10×80 =800 ) এখন আপনি আরো 800 টাকা বিনিয়োগ করলেন ওই একই শেয়ারে ।

আগের বিনিয়োগ 1000 টাকা + বর্তমান বিনিয়োগ 800 টাকা =1800 টাকা,

আগের শেয়ার সংখ্যা 10 + বর্তমান শেয়ার সংখ্যা 10 = 20 টা শেয়ার 

বর্তমান শেয়ারটির কেনা দাম 1800 ÷ 20 = 90 টাকা ।

এবার দেখুন যে আপনি প্রথমে 100 টাকা প্রতি শেয়ার পিছু 10 টি শেয়ার কিনেছেন ,এখানে লাভ করতে গেলে শেয়ারটিকে 100 টাকার উপরে যেতে হত । কিন্তু পড়ে যেতে যখন আভারেজ করলেন তখন দাম কমে 90 টাকায় দাঁড়ালো এখন যদি 90 টাকার উপরে শেয়ারটি যায় তাহলে আপনি লাভে যাবেন । এভাবে যতবার খুশি আভারেজ করতে পারেন সেটা ইন্টারডে বা ডেলিভারি যেকোনও ট্রেডিং হতে পারে ।

তবে আভারেজ করার কথা ভেবেই আগে থাকতে সমস্ত টাকা বিনিয়োগ করবেন না । শুধু আভারেজ কেন কোনও সময়ই সমস্ত টাকা একটা শেয়াররে একেবারেই বিনিয়োগ করা উচিত নয় । কারন প্রথম দিকে আপনার বিবেচনা ভুলও হতে পারে ।তাই প্রথম দিকে অল্প অল্প করে প্র্যাকটিস করুন যখন বিষয়টি রপ্ত করে নেবেন তখন আর আপনাকে আটকাচ্ছে বা কে ?





Comments

Popular posts from this blog

ডেরিভেটিভ ট্রেডিং

অপশন এডভান্স