সেক্টরাল স্টক কালেকশান বাস্কেট।
সেক্টরাল স্টক জানার আগে সেক্টর কোম্পানি গুলি সন্মন্ধে জানা জরুরি , উদাহরন - ব্যাঙ্ক সেক্টরের মধ্যে যেমন SBI, ICICI, INDIAN BANK , PNB, ইত্যাদি ,
সূচক ও সেক্টরাল বেসিসে কাজ করে এবং প্রত্যেক সেক্টরের আলাদা সূচক আছে । যেমন ব্যাঙ্কের জন্য ব্যাঙ্ক নিফ্টি, FMCG কম্পানিগুলি যেমন- ডাবর , হিন্দুস্তান , ইত্যাদির জন্য নিফ্টি FMCG ,
এবার আসি বাস্কেটে -----বাস্কেট ব্যাপারটা টেকনিক্যাল হিসাবে কাজ করে শেয়ার মার্কেটে । কিভাবে হয় দেখা যাক
আপনি জানেন যে ব্যাঙ্ক সেক্টর ভালো পারফ্রম করবে বা আপনি news এ দেখেছেন সরকার ব্যাঙ্কগুলিকে সাহায্য করার জন্য ঘোষণা করেছেন বা সাহায্য করছে । তাহলে ব্যাঙ্ক সেক্টরের শেয়ারগুলি বাড়বে । এতো পর্যন্ত আপনি ঠিক , কিন্তু আপনি আপনার পুরো ইনভেস্ট করে দিলেন SBI এ ,SBI বাড়ল কিন্তু খুব একটা বেশি বাড়ল না কিন্তু ছোট ব্যাঙ্ক যেমন - allahabad bank , dhanolaxmi bank, ইত্যাদি গুলি অনেক বেশি বেনিফিট করল । আবার এরকমও হতে পারে ছোট ব্যাঙ্ক শেয়ারগুলি বেনিফিট করল আর SBI, AXIS,ICICI, এরা কোন পারফ্রমই করল না ।
সেই জন্য বাস্কেট আকারে ইনভেস্ট করতে হয় ।
উদাহরন ---আপনার ইনভেস্ট ১০০০০ টাকা , আপনি ব্যাঙ্ক সেক্টরে ইনভেস্ট করবেন ! তাহলে SBI কিনুন ৩০০০ টাকার ,Dhanlaxmi bank কিনুন ৩০০০ টাকার , আর ৩০০০ টাকায় বন্ধন ব্যাঙ্ক কিনুন , এতে লসের কোন চান্স থাকবে না এবং লাভের পরিমাণ সর্বাধিক হবে ।
মূলত ব্যাপারটা দাঁড়াল যে একটি সেক্টরে একটি শেয়ার উপর ভরসা না করে 3-4 টি কোম্পানির শেয়ারে বাস্কেট আকারে ইনভেস্ট বা ট্রেড করা উচিত , এতে যেমন লস কমে যাই তেমনি লাভও অনেকাংশে বেশি হয় ।
Comments
Post a Comment