এডভান্স টেকনিক্যাল
P/E ratio = price / earning ratio.
Price/earning
= closing rate of share / EPS (earning par
share)
EPS = total net profit of company / number
of share of this company
equity capital of this share/face value
of this share
-------------------OR---------------
equity capital /face value =total share
net profit/ number of share =EPS
price/ EPS = P/E ratio solved.
যখন P/E. রেশিও খুব কম হয় , অর্থাৎ আয়ের তুলনায় দাম খুব কম হয় , সেক্ষেত্রে ছাড়া ওই শেয়াররে এক বা একাধিক নেগেটিভ কারণ আছেই।
তাই এই শেয়ারটি কেনা উচিত নয় ।আবার P/E রেশিও যখন খুব বেশি হয় ,অর্থাৎ আয়ের তুলনায় দাম খুব বেশি হয় তখনও কেনা উচিত নয় ।
সঠিক শেয়ার কেনার জন্য P/E রেশিও সবসময় ৫ থেকে ২৫ হওয়া প্রয়োজন । P/E রেশিও দেখে সবসময় শেয়ার কিনতে হয় । তাই কোনো শেয়ার কেনার আগে P/E দেখে তবেই কেনা উচিত । সব ক্ম্পানি তাঁদের P/E রেশিও র তথ্য দেয় । আপনি একটু দেখে নিয়ে তারপর কিনবেন ।
EPS ---- (earning per share)
সাধারণত কোনও শেয়াররের ক্ষেত্রে EPS যত বেশি হবে তত ভাল ,কিন্তু যখন কোনও শেয়াররের EPS ৫ টাকার নিচে হয় তখন সেই শেয়ারটি কেনা উচিত নয় । যখন কোন শেয়াররের TTM(Trailing 12 month) EPS ফুল ইয়ার EPS এর বেশি হয় তখন সেটা খুব ভালো লক্ষণ , আবার TTMEPS ফুল ইয়ার EPS এর কম হলে খারাপ লক্ষণ ।
M/B ratio --( market to book ratio)
M/B= closing price of share/ book value
Book Value---
কোনো শেয়ারের রিয়েল এসেট ভ্যালু কেই তার বুক ভ্যালু বলে ।
কেনো শেয়ারের M/B রেশিও ০.৫ বা ১/২(হাফ) এর নিচে ও ৪ (চার) এর উপর হয় না কেনাই উচিত ।
সবচেয়ে ভাল M/B রেশিও হল ১থেকে ২ এর মধ্যে ।
B/F ratio --(book value/face value)
যখন কোন শেয়ারের B/F রেশিও ৫ এর নিচে হয় তখন কেনা উচিত নয় । B/F রেশিও ৫ এর উপরে থাকলে, এবং যত বেশি হবে তত ভাল ।
M CAP = Market capital
M CAP = শেয়ারের বর্তমান দাম × উক্ত কোম্পানির মোট শেয়ার সংখ্যা .
মার্কেট ক্যাপিটাল হিসাবে কম্পানিগুলোকে ৩ টি ভাগে বিভক্ত করা হয়
১- স্মল ক্যাপ (কম মুলধন)
২-মিড ক্যাপ (মাঝারি মুলধন)
৩-লাজ ক্যাপ (বৃহৎ মুলধন )
VOLUME -
কত সংখ্যক শেয়ার কেনা হয়েছে তার পরিমান কেই ওই শেয়ারটির ভলিউম বলে ।
Volume যত বেশি হবে তত ভাল ,কিন্ত NSE তে কোন শেয়ারের ভলিউম ৪০০০০(চল্লিশ হাজার) এর নিচে থাকলে শেয়ারটি না কেনা ই ভাল ।
DIVIDENT--
যে সমস্ত কোম্পানি ধারাবাহিক ভাবে উঁচু হারে ডিভিডেন্ট দেয় সেই সব কোম্পানির শেয়ার কেনা দরকার ।
১০০% ডিভিডেন্ট ভাল এবং ২০% এর নিচে ডিভিডেন্ট ভাল নয় ।
ডিভিডেন্ট সবসময় ফেস ভ্যালুর উপরে দেওয়া হয়ে থাকে । বাজারে ওই শেয়ারের দাম যাই হোক না কেন ডিভিডেন্টের উপর কোন প্রভাব পড়ে না ।
Comments
Post a Comment