ইন্টারডে ট্রেডিং টেকনিক্যাল । blog 4
ইন্টারডে ট্রেডিং অর্থাৎ দৈনিক কেনাবেচা করার জন্য বেশ কিছুদিন কোন একটি শেয়ার ভালভাবে পযবেক্ষন করা দরকার । কারন এতে লস হওয়ার সম্ভবনা থাকে না । প্রথম দিকে ৩-৪ টি শেয়ার সপ্তাহ খানেক ফলো করার পরে যখন আপনি ওই চেয়ারগুলি তে কেনাবেচা করবেন তখন কিছুটা হলেও মোমেন্টাম রপ্ত করেছেন সেটা বুঝতে পারবেন । আপনি ইন্টারডে ট্রেডিং করার জন্য দুই ধরনের ট্রেডিং ও করতে পারেন ১/ কিনে বেচা ২/ বেচে কিনে নেওয়া ।
কিভাবে ওয়াচ করতে হয় সেটা একটু আলোচনা করার বিষয় ।
কোনও শেয়ারের গ্রাফ লক্ষ্য করলে দেখবেন যে শেয়ারটা নিচের দিকে একটি যায়গায় এসে আবার ওপরে ওঠার চেষ্টা করছে এবং সেটা বারবার করেছে । যে যায়গায় এসে ক্রমাগতভাবে শেয়ারটা ওঠার চেষ্টা করছে সেই যায়গার মূল্যকে টেকনিক্যাল ভাষায় বলা হয় সাপোর্ট লেবেল । সাপোর্ট লেবেল ভেঙে পড়ে গেলে শেয়ারটি পরে যাই এখেত্রে সেল করলে অনিবার্য্য লাভ হবে । সাপোর্ট লেবেল না ভাংতে পেরে শেয়ারটি ওপরে উঠতে থাকলেও আপনি কিনতে পারেন কিন্তু নিচে যেমন সাপোর্ট থাকে ঠিক তেমনই ওপরের দিকে থাকে রেজিস্টেন্ট লেবেল ভেঙে শেয়ারটি ওপরে উঠতে থাকলে আর সেখানে বাই করলে অনিবার্য্য লাভ হবে।
ছবি সাপোর্ট লেবেল ⬇⬇
তবে এটা একদিনের বেসিসে ফলো করবেন ও একদিনের বেসিসে ট্রেডিং সম্পন্ন করবেন । এই ট্রেডিংএ সবসময় ব্রকারেজ ও ট্যাক্স কমই হয় তাই অল্প মোমেন্টামে আপনি লাভ নিন বা প্রফিট বুকিং করে নিন ।
এখানে লোভ সংবরণ করাটাই সবচেয়ে বড় ব্যাপার । প্রথমে অল্প অল্প লাভ করুন এবং শিখুন , রপ্ত করে নেওয়ার পর আপনি আপনার মতো কাজ করুন ।
কিভাবে ওয়াচ করতে হয় সেটা একটু আলোচনা করার বিষয় ।
কোনও শেয়ারের গ্রাফ লক্ষ্য করলে দেখবেন যে শেয়ারটা নিচের দিকে একটি যায়গায় এসে আবার ওপরে ওঠার চেষ্টা করছে এবং সেটা বারবার করেছে । যে যায়গায় এসে ক্রমাগতভাবে শেয়ারটা ওঠার চেষ্টা করছে সেই যায়গার মূল্যকে টেকনিক্যাল ভাষায় বলা হয় সাপোর্ট লেবেল । সাপোর্ট লেবেল ভেঙে পড়ে গেলে শেয়ারটি পরে যাই এখেত্রে সেল করলে অনিবার্য্য লাভ হবে । সাপোর্ট লেবেল না ভাংতে পেরে শেয়ারটি ওপরে উঠতে থাকলেও আপনি কিনতে পারেন কিন্তু নিচে যেমন সাপোর্ট থাকে ঠিক তেমনই ওপরের দিকে থাকে রেজিস্টেন্ট লেবেল ভেঙে শেয়ারটি ওপরে উঠতে থাকলে আর সেখানে বাই করলে অনিবার্য্য লাভ হবে।
ছবি সাপোর্ট লেবেল ⬇⬇
ছবি রেজিস্টেন্ট লেবেল ⬇⬇
তবে এটা একদিনের বেসিসে ফলো করবেন ও একদিনের বেসিসে ট্রেডিং সম্পন্ন করবেন । এই ট্রেডিংএ সবসময় ব্রকারেজ ও ট্যাক্স কমই হয় তাই অল্প মোমেন্টামে আপনি লাভ নিন বা প্রফিট বুকিং করে নিন ।
Comments
Post a Comment